শনিবার সকালে পাঁচ দিনের সফরে তিনি ঢাকায় পৌঁছেছেন বলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে ইউএনএইচসিআর।
বিজ্ঞপ্তিতে বলা হয়, “কক্সবাজার ও ভাসানচরে রোহিঙ্গা শরণার্থীদের চলমান সহায়তা কার্যক্রমের বিষয়ে আলোচনার জন্য সরকারের প্রতিনিধিদের সঙ্গে সাক্ষাৎ করবেন গ্র্যান্ডি।
“কক্সবাজার ও ভাসানচরে সহায়তা কার্যক্রমে প্রধান দাতা ও সহযোগীদের সঙ্গে সাক্ষাতে রোহিঙ্গাদের জন্য আন্তর্জাতিক সহযোগিতা অব্যাহত রাখার প্রয়োজনীয়তা তুলে ধরবেন তিনি।”
কক্সবাজারে শরণার্থী শিবিরের পাশাপাশি ভাসানচর গিয়েও রোহিঙ্গা শরণার্থীদের সঙ্গে সাক্ষাৎ করবেন ইউএনএইচসিআর প্রধান।
এর আগে ২০১৯ সালের মার্চে বাংলাদেশ সফরে এসেছিলেন ফিলিপ্পো গ্র্যান্ডি।