স্থানীয়দের অভিযোগ, পুকুরটি ভরাট করে একদল লোক আবাসন কোম্পানির মাধ্যমে বহুতল ভবন নির্মাণের চেষ্টা করছে।
এর প্রতিবাদে শুক্রবার সকালে সোনাপুর-মাইজদী সড়কের সোনাপুর জিরো পয়েন্টে মানববন্ধন করেছেন স্থানীয় বাসিন্দারা। এটি স্থানীয়দের কাছে সোনাপুর টুকু বকশি মসজিদ পুকুর নামে পরিচিত।
মানববন্ধনে বক্তারা অভিযোগ করেন, পরিবেশ সংরক্ষণ আইন ও জলাধার সংরক্ষণ আইন লঙ্ঘন করে রাতের অন্ধকারে পুকুরটি ভরাট করা হচ্ছে।
বিষয়টি লিখিতভাবে জেলা প্রশাসককে জানানোর পরও কোনো ব্যবস্থা নেওয়া হয়নি বলে সমাবেশে অভিযোগ করেন তারা। পুকুরটি ভরাট বন্ধ করে পুনখননের দাবিও জানানো হয়।
এ বিষয়ে জেলা প্রশাসক দেওয়ান মাহাবুবুর রহমান বলেন, পুকুরটি ব্যক্তি মালিকানাধীন। তবুও জলাধার সংরক্ষণ আইন অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
মানববন্ধনে টুকু বকশী মসজিদ কমিটির সভাপতি মাহাবুবুর রহমান বুলবুল, অ্যাডভোকেট সামছুল ফারুক, স্থানীয় বাসিন্দা আহসান উল্যাহ মন্টুসহ এলাকার লোকজন অংশ নেন।