ক্যাটাগরি

বৃষ্টি আর বজ্রপাতে মোহনবাগান-কিংস ম্যাচ আপাতত স্থগিত

ভারতের কলকাতার সল্ট লেক স্টেডিয়ামে শনিবার এএফসি কাপের ম্যাচটি ১১ মিনিটের পর বৃষ্টি ও বজ্রপাতের কারণে বন্ধ করে দেন রেফারি চেন সিং চোয়ান।

কিক অফের পরপরই দারুণ সুযোগ কড়া নেড়েছিল কিংসের দরজায়। প্রতিপক্ষের ডিফেন্সের ভুলে বক্সের ঠিক ওপরে বল পেয়ে যান দামাশেনো। চিনেডু ম্যাথিউয়ের সঙ্গে একবার বল দেওয়া নেওয়া করে ব্রাজিলিয়ান ফরোয়ার্ডের নেওয়া শট বাইরে যায় পোস্ট ঘেঁষে।

এরপরই শুরু হয়ে ঝড়ো বৃষ্টি। মাঠের চারপাশে থাকা বিলবোর্ড, ব্যানার ঝড়ো বাতাসের তোড়ে উড়ে যায়। কিছুক্ষণ বন্ধ থাকার পর ভারী বৃষ্টির মধ্যে ফের শুরু হয় খেলা। একাদশ মিনিটে বৃষ্টির সঙ্গে বজ্রপাত শুরু হলে খেলা বন্ধ হয়ে যায়।

গত বুধবার মাজিয়া স্পোর্টিস অ্যান্ড রিক্রিয়েশন ক্লাবের বিপক্ষে ১-০ গোলে জিতে গ্রুপ পর্বের পথচলা শুরু করে বাংলাদেশের চ্যাম্পিয়ন কিংস। ব্যবধান গড়ে দেওয়া একমাত্র গোলটি প্রথমার্ধের ৩৩তম মিনিটে করেন গাম্বিয়ান ফরোয়ার্ড মারোং। উদ্বোধনী দিনেই গোকুলাম কেরালার কাছে মোহনবাগান ৪-২ গোলে হারে।