শনিবার সকালে সদর উপজেলার মেঘনা নদীর ধনিয়া তুলাতুলী মাছ ঘাট এলাকায় এ ঘটনা ঘটে বলে ভোলার ইলিশ নৌ-থানার ওসি শাহাজালা বাদশা জানান।
ওসি বলেন, ভোলার মেঘনা নদী ভাঙন রোধের কাজের জন্য ‘এমভি তামিম শামিম’ নামে বালু বোঝাই একটি বাল্কহেড যাচ্ছিল। পথে কালবৈশাখী ঝড়ের কবলে পড়ে বাল্কহেডটি ডুবে যায়। ওই সময় বাল্কহেডে থাকা শ্রমিকরা স্থানীয়দের সহায়তায় তীরে উঠে যাওয়ায় কেউ হতাহত হননি।
প্রত্যক্ষদর্শী নাছিম বলেন, “ভোর থেকে গুঁড়ি গুঁড়ি বৃষ্টি শুরু হয়। পরে সাড়ে ৭ টার দিকে ঝড় শুরু হলে বালএহডটি দুর্ঘটনায় পড়ে। পরে আমরা বাল্কহেডে থাকা ছয়জনকে উদ্ধার করি।”
মো. মনজু নামের আরেক প্রত্যক্ষদর্শী বলেন, “ঝড়ের সময় ‘এম ভি হ্রদয়’ নামের আরেকটি খালি বাল্কহেড এসে মাছঘাটের তিনটি দোকানে ধাক্কা দেয়। এ সময় মাছ ঘাটে একটি চায়ের দোকান ও দুটি মাছের আড়ত দুমড়ে মুচড়ে যায়।”