নিহত মনি আক্তার (৩৫) সদর উপজেলার পূর্ব মহিষেরচর গ্রামের মান্নান মাতুব্বরের
মেয়ে।
শুক্রবার রাত ১০টার দিকে তাকে হত্যা করা হয় বলে সদর থানার ওসি কামরুল ইসলাম
মিঞা জানান।
ওসি স্বজনদের বরাতে বলেন, মনির বাবা এলাকার এক ব্যক্তির কাছ থেকে ১০ হাজার
টাকা ধার নিয়েছিলেন। টাকাটা পরে মনির স্বামী জামাল পরিশোধ করেন। শুক্রবার রাতে শ্বশুরের
কাছে পাওনা টাকা ফেরত চান জামাল। এ নিয়ে মনি ও তার বাবার সঙ্গে জামালের বাগবিতণ্ডা
হয়।
এর জেরে মনিকে ডেকে নিয়ে আড়িয়াল খাঁ নদের ধারে মনিকে জামাল শ্বাসরোধ করে
হত্যা করেন বলে অভিযোগ।
সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার ওয়াসিম ফিরোজ জানান, ঘটনার পর জামালসহ
তার পরিবারের লোকজন পালিয়ে গেছেন। তাদের ধরতে পুলিশ কাজ করছে।