জ্যেষ্ঠ বিচারিক হাকিম জুয়েল রানা রোববার আসামির জামিন আবেদন নাকচ করে কারাগারে পাঠানো আদেশ দেন।
আসামি আব্দুল হাফিজ তপন চাঁদগ্রাম ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান এবং ভেড়ামারা উপজেলা যুবজোটের সভাপতি।
গত ১৬ মে প্রতিপক্ষের হামলায় মো. রিপন (২৮) নামের এক যুবক গুরুতর আহত হন। রিপন রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
মামলার বরাতে আদালত পুলিশের এসআই শিপন বলেন, ধারালো অস্ত্র দিয়ে আঘাতের অভিযোগে ওই দিনই ভেড়ামারা থানায় রিপনের চাচাতো ভাই বাদী হয়ে হত্যাচেষ্টার মামলা করেন। এ মামলার ১ নম্বর আসামি আব্দুল হাফিজ।
শিপন জানান, এজাহারভুক্ত আসামিদের মধ্যে ইতোমধ্যে ছয় জন গ্রেপ্তার হয়েছেন। তারা কারাগারে রয়েছেন।
এ বিষয়ে চেয়ারম্যান হাফিজের স্ত্রী রুমানা হাফিজ শিখা (৪৫) অভিযোগ করেন, রিপনের উপর হামলার সময় ঘটনাস্থল থেকে পাঁচ কিলোমিটার দূরে অবস্থান করছিলেন হাফিজ। এ মামলায় তাকে হুকুমদাতা হিসেবে আসামি করা হয়েছে, যা বানোয়াট।
ভেড়ামারা থানার ওসি মজিবুর রহমান এর আগে বলেছিলেন, টাকা লেনদেন নিয়ে ও পূর্ব শত্রুতার জের ধরে এ হামলার ঘটনা ঘটেছে। বিষয়টি তদন্তসহ হামলাকারীদের ধরতে পুলিশি অভিযান চালানো হচ্ছে।
মামলার নথি থেকে জানা যায়, ১৬ তারিখ দুপুর সাড়ে ১২টার দিকে ভেড়ামারা রেল স্টেশন সংলগ্ন ঢাকা কোচ কাউন্টার ও সিএনজি অটোরিকশা স্ট্যান্ডে উপজেলার চাঁদগ্রাম মসজিদ মোড়ের বাসিন্দা নুরুজ্জামানের ছেলে মো. রিপন বাড়ি ফেরার পথে অটোরিকশার জন্য স্ত্রীসহ অপেক্ষা করছিলেন। এ সময় একদল হামলাকারী রিপনের উপর ধারলো অস্ত্র দিয়ে হামলা চালায়।
এ ঘটনায় রিপনের চাচাতো ভাই মো. ওয়াসিম বাদী হয়ে ভেড়ামারা থানায় হত্যাচেষ্টার অভিযোগে আব্দুল হাফিজ তপনকে হুকুমদাতা হিসেবে প্রধান আসামি করে ১২ জনের নামোল্লেখসহ অজ্ঞাত পরিচয় আরও ৫/৬ জনের বিরুদ্ধে মামলা করেন।
আরও পড়ুন