রোববার ইউক্রেইনের পার্লামেন্টে এক ভাষণে তিনি এ কথা বলেন বলে জানিয়েছে বিবিসি।
২৪ ফেব্রুয়ারিতে ইউক্রেইনে রুশ আগ্রাসন শুরুর পর দেশটির পার্লামেন্টে উপস্থিত হয়ে ভাষণ দেওয়া প্রথম বিদেশি নেতা আন্দ্রে।
যুদ্ধে ইউক্রেইনের এক ইঞ্চি ভূখন্ডও ছাড় দেওয়া উচিত নয় বলে মন্তব্য করেন তিনি।
পার্লামেন্টে আইনপ্রণেতাদের উদ্দেশে আন্দ্রে ডুডা বলেন, ‘উদ্বিগ্ন কিছু কণ্ঠ’ ইউক্রেইনকে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের কাছে আত্মসমর্পণ করার পরামর্শ দিচ্ছে।
কিন্তু ওইসব পরামর্শে কান দেওয়া উচিত নয়। কারণ, ইউক্রেইনের ভূখন্ডের এক ইঞ্চি পরিমাণ ছাড় দেওয়া হলেও গোটা পশ্চিমা দুনিয়া এক বড় ধরনের ধাক্কা খাবে।
পোল্যান্ডের প্রেসিডেন্ট তার ভাষণে ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) সদস্যপদ পাওয়ার চেষ্টা করে আসা ইউক্রেইনকে এ ব্যাপারে সমর্থন দিয়ে যাওয়ার বিষয়টিতেও জোর দিয়েছেন।
ইউক্রেইনকে সদস্যপদ দেওয়ার বিষয়ে ইইউ দেশগুলো এখনও মতৈক্যে পৌঁছায়নি।
ইউরোপ বিষয়ক এক ফরাসি মন্ত্রী রোববার সতর্ক করে বলেছেন, ইউক্রেইনের ইইউ-তে যোগদানের চেষ্টা চূড়ান্ত সফলতার মুখ দেখতে ১৫ থেকে ২০ বছরও লাগতে পারে।