ক্যাটাগরি

পুলিশের গাড়িতে ধাক্কা দেওয়া বাসচালক ধরা

নগরীর ফইল্ল্যাতলী বাজার থেকে শনিবার রাতে তাকে গ্রেপ্তার করা হয় বলে জানান পাহাড়তলী থানার পরিদর্শক (তদন্ত) নাজমুল হোসেন।

গ্রেপ্তার বাসচালক নাহিদুল ইসলাম স্বপন (২৭) নগরীর আকবর শাহ থানার কৈবল্যধাম এলাকার বাসিন্দা। চট্টগ্রাম নগরীর ১১ নম্বর রুটের এ চালকের গ্রামের বাড়ি নোয়াখালীর সুধারামের পূর্ব ষোলকিয়া এলাকায়।

পরিদর্শক নাজমুল বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, দুর্ঘটনার পরপর নাহিদুল পালিয়ে গিয়েছিলেন। রাতে গোপন সংবাদের ভিত্তিতে ফইল্ল্যাতলী বাজার থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

পুলিশ ভ্যানে বাসের ধাক্কা, আহত ১৩
 

গ্রেপ্তার নাহিদুলকে রোববার আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে বলে জানান তিনি।

শনিবার সকালে উত্তর কাট্টলী প্যারেড মাঠে প্যারেড শেষ করে ফেরার পথে সাগরিকা মোড়ে একটি বাস পুলিশ ভ্যানটির মাঝামাঝি আঘাত করে। এতে গাড়িতে থাকা শিল্প পুলিশের ১৩ সদস্য আহত হন। দুর্ঘটনার পরপর বাসটি আটক করা হলেও চালক পালিয়ে গিয়েছিলেন।