ক্যাটাগরি

৯৬৩ মার্কিনি ও ২৬ কানাডীয়র বিরুদ্ধে রাশিয়া প্রবেশে নিষেধাজ্ঞা

আর কেবল যুক্তরাষ্ট্রই নয়, আলাদা এক ঘোষণায় নতুন ২৬ জন কানাডীয়কেও এই ভ্রমণ নিষেধাজ্ঞার আওতায় আনার কথা জানিয়েছে রুশ পররাষ্ট্র মন্ত্রণালয়।

এর মধ্যে আছেন- দেশটির প্রতিরক্ষা প্রধানরাসহ প্রতিরক্ষা শিল্পের নির্বাহীরা এবং প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডোর স্ত্রী গ্রেগরি ট্রুডোও।

যুক্তরাষ্ট্রের বৈরি কর্মকাণ্ডের বিরুদ্ধে এমন পদক্ষেপ আরও নেওয়া হতে থাকবে বলে জানিয়েছে রাশিয়া।

ইউক্রেইনে গত ২৪ ফেব্রুয়ারিতে আগ্রাসন শুরুর পর মস্কোর ওপর নিষেধাজ্ঞা আরোপ এবং ইউক্রেইনকে অস্ত্র সরবরাহ করা নিয়ে পশ্চিমা দেশগুলোর সঙ্গে রাশিয়ার সম্পর্কের যে অবনতি হয়েছে, তার প্রেক্ষিতেই অনেকটা প্রতীকীভাবে ওই ভ্রমণ নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে।

নিষিদ্ধ আমেরিকানদের পূর্ণ তালিকা প্রথমবারের মতো প্রকাশ করে রুশ পররাষ্ট্রমন্ত্রণালয় বলেছে, “আমরা জোর দিয়েই বলছি, ওয়াশিংটন বৈরি কর্মকাণ্ড চালাতে থাকলে তা তাদের জন্য বুমেরাং হবে, তারা সমুচিত পাল্টা জবাব পেতে থাকবে।”

বাদবাকী বিশ্বে নব্য-ঔনিবেশিক শাসনের ভিত্তিতে একটি বিশ্বব্যবস্থা চাপিয়ে দেওয়ার চেষ্টায় থাকা আমেরিকার ক্ষমতাসীন প্রশাসনকে তাদের আচরণ পরিবর্তন করা এবং নতুন ভূ-রাজনৈতিক বাস্তবতাকে মেনে নিতে বাধ্য করার লক্ষ্যে এমন পাল্টা নিষেধাজ্ঞার পদক্ষেপ নেওয়া জরুরি বলে মন্তব্য করেছে রাশিয়া।

এর আগে দেশটি নিষেধাজ্ঞার তালিকায় থাকা যে মার্কিনিদের নাম জানিয়েছিল, তার মধ্যে ছিলেন- মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিনকেন, প্রতিরক্ষামন্ত্রী লয়েড অস্টিন এবং সিআইএ প্রধান উইলিয়াম বার্নস।