ক্যাটাগরি

গোপালগঞ্জে স্বর্ণের দোকানের ‘কোটি’ টাকার অলঙ্কার চুরি

শনিবার রাতে শহরের ডিসি রোডের স্বর্ণপট্টি এলাকার চন্দ্রিমা
জুয়েলার্সে এই চুরির ঘটনা ঘটে।

চন্দ্রিমা জুয়েলার্সের মালিক গোবিন্দ রায় জানান, রাতে
দোকানের পিছন দিকের জানালার গ্রিল কেটে ভিতরে প্রবেশ করে চোর। এরপর কলাপসিবল গেটের
তালা ভেঙে মূল কক্ষে প্রবেশ করে।

“পরে আলমারি ও সিন্দুক ভেঙে দোকান থেকে দেড় থেকে দুইশ
ভরি স্বর্ণালঙ্কার ও নগদ ২ লাখ নিয়ে যায় চোরেরা।”

দোকানের ভিতরে থাকা সিসি টিভি ক্যামেরার হার্ড ডিস্কটিও
চোরেরা নিয়ে যায় বলে জানান দোকান মালিক গোবিন্দ।

সকালে খবর পেয়ে অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল)
মো. খায়রুল আলম ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

গোপালগঞ্জ সদর থানার ওসি তদন্ত শীতল চন্দ্র পাল জানিয়েছেন,
চুরির ঘটনার বিষয়ে ইতোমধ্যে অভিযানে নেমেছে পুলিশ। কী পরিমাণ স্বর্ণালঙ্কার চুরি হয়েছে
স্টক তালিকা পেলে তা জানা যাবে। লিখিত অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।