ক্যাটাগরি

ফরিদপুরে মোটরসাইকেলের ট্যাংক ও সিটে ফেনসিডিল, আটক ১

সদর উপজেলার কানাইপুর বাজার থেকে শনিবার
রাতে তাকে আটক করা হয় বলে র‌্যাব-৮ এর সিপিসি-২ কোম্পানি কমান্ডার মো. শফিকুল ইসলাম
জানান।

আটক মো. সোহেল আমান (৪৬) চুয়াডাঙ্গার দর্শনা
মোবারকপাড়ার সামসুল আলমের ছেলে।

শফিকুল বলেন, কানাইপুরের একটি মোটরসাইকেল
সার্ভিসিং সেন্টার দোকানের সামনে একটি মোটরসাইকেল তল্লাশি করে তেলের ট্যাংক ও সিটে
বিশেষ কায়দায় লুকানো ৮৯ বোতল ফেনসিডিল পাওয়া যায়। পরে ওই মোটরসাইকেল চালককে আটক করা
হয়।

মাদক আইনে একটি মামলা করে ওই ব্যক্তিকে কোতোয়ালি
থানায় হস্তান্তর করা হয়েছে বলে র‌্যাব কর্মকর্তা জানান।