পৌর
শহরের সালাহ উদ্দিন মোড়ের নয়ন টাওয়ারে নিজ কক্ষে রান্না করার সময় এ দুর্ঘটনা ঘটে
বলে ফেনী থানার পরিদর্শক (তদন্ত) আবদুর রহিম সরকার জানান।
নিহত
আনিছুর রহমান (৬০) বাগেরহাটের মোড়লগঞ্জ উপজেলার ফুনহাতা পঞ্চগড়ের লতিফ মুনশির
ছেলে।
ফেনী
ফায়ার সার্ভিসের সহকারী পরিচালক পূর্ণচন্দ্র মুৎসুদ্দি বলেন, আনিছুর ওই ভবনের
নিচতলার একটি কক্ষে বাস করতেন। ভবনে গ্যাসের সংযোগ না থাকায় সবাই সিলিন্ডারের
গ্যাস ব্যবহার করে। শনিবার রাত ১২টার দিকে রান্না করার সময় চুলায় আগুন ধরে যায়।
আগুন কক্ষে ছড়িয়ে পড়লে তিনি ঘটনাস্থলেই মারা যান।
তিনি
আরও বলেন, “আগুন নিয়ন্ত্রণে আনার পর কক্ষে তল্লাশি চালিয়ে আরও ৬টি সিলিন্ডার পাওয়া
গেছে। ধারণা করা হচ্ছে দুটি সিলিন্ডারে লিকেজ ছিল।”
পরিদর্শক
আবদুর বলেন, মরদেহ ময়নাতদন্তের জন্য ফেনী জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ঘটনাটি
তদন্ত করা হচ্ছে।