ক্যাটাগরি

যমুনায় নেমে নিখোঁজ পোশাক কারখানা কর্মকর্তা, দুদিন পর লাশ উদ্ধার

শিবালয় থানার ওসি মো শাহিন জানান, রোববার বেলা ১২টার দিকে স্থানীয়রা মরদেহটি দেখতে পেয়ে তীরে নিয়ে আসেন। পরে খবর পেয়ে পুলিশ গিয়ে লাশ উদ্ধার করে।

নিহত আহসান হাবিব (৪৩) ‘নাসা গ্রুপ’ নামে একটি বেসরকারি কোম্পানির ব্যবস্থাপক হিসেবে কর্মরত ছিলেন। হাবিবের বাড়ি বগুড়ার ফুলবাড়ি কুনপাড়া গ্রামে।

পরিবারের বরাতে ওসি বলেন, শুক্রবার বিকালে ব্যক্তিগত গাড়িতে স্ত্রী ও দশ বছরের প্রতিবন্ধী ছেলেকে নিয়ে মানিকগঞ্জের শিবালয় উপজেলার জাফরগঞ্জে ঘুরতে যান। সে স্ত্রী-সন্তানকে নদীপাড়ে বসিয়ে তিনি নদীতে সাঁতার কাটতে নেমে নিখোঁজ হন।

তিনি পরিবার নিয়ে সাভারের রেডিও কলোনি এলাকায় বাস করতেন। সাভারের আশুলিয়া এলাকার নাসা গার্মেন্টেসের জেনারেল ম্যানেজার (ওয়াশিং) পদে তিনি কর্মরত ছিলেন।

পরিবারের কোনো অভিযোগ না থাকায় তার লাশ হস্তান্তর করা হয়েছে বলে জানান ওসি।