রোববার সকালে পৌর শহরের ড্রাই-আইচ ফ্যাক্টারি এলাকার রাজবাড়ী-কুষ্টিয়া রেলপথে এ ঘটনা ঘটে বলে রাজবাড়ী জিআরপি থানার ওসি মাসুদ আলম জানান।
মৃত আনন্দ সরকার (৫০) ওই এলাকার সুবল সরকারের ছেলে।
মাসুদ বলেন, সাটল ট্রেনটি রাজবাড়ী থেকে পেড়াদাহ যাচ্ছিল। এ সময় ওই রেলপথ পার হওয়ার সময় অসাবধানতায় ট্রেনের নিচে কাটা পড়ে আনন্দ ঘটনাস্থলেই মারা যান। খবর পেয়ে পুলিশ তার লাশ উদ্ধার করে রাজবাড়ী সদর হাসপাতালের মর্গে পাঠায়।
এ ঘটনায় একটি অপমৃত্যুর মামলা হয়েছে বলে জানান রেলওয়ে পুলিশের এ কর্মকর্তা।