ক্যাটাগরি

সুন্দরবনে মধু সংগ্রহে গিয়ে বাঘের আক্রমণে মৌয়ালের মৃত্যু

সাতক্ষীরা রেঞ্জের বুড়িগোয়ালিনী স্টেশনের অফিসার নুরুল আলম জানান, উপজেলায় নোটাবেকি খেজুরদানা এলাকায় গত শনিবার এ ঘটনা ঘটে।

মৃত কাওছার গাইন (৩০) উপজেলার গাবুরা ইউনিয়ন পরিষদের গাবুরার খলিসাবুনিয়া গ্রামের রাজ্জাক গাইনের ছেলে।

কাওছারের এক সঙ্গীর বরাতে নুরুল বলেন, “গত ৫ মে বনবিভাগের পারমিট নিয়ে কয়েকজন মৌয়াল মধু সংগ্রহ করতে সুন্দরবনে যায়। কিন্তু শুক্রবার তারা মধু সংগ্রহের নির্ধারিত এলাকা অতিক্রম করে গহীন জঙ্গলে ঢুকে পড়ে।

“শনিবার নোটাবেকি খেজুরদানা এলাকা অতিক্রম করার পর কাওসার বাঘের আক্রমণে নিহত হন। এ সময় কাওছারের সঙ্গে থাকা মৌয়ালরা অনেক চেষ্টা করেও বাঘের মুখ থেকে কাওসারের  রক্তাক্ত লাশটি উদ্ধার করতে পারে নাই।”

কাওসারের মৃতদেহের খোঁজে তল্লাশি চালানো হচ্ছে বলে জানান এ বন কর্মকর্তা।

গাবুরা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাসুদুল আলম জানান, কাওছারের মৃত্যুর খবরে তার পরিবারে মাতম চলছে। তার দুই ছেলে ও মেয়ে বাবার শোকে বারবার মূর্ছা যাচ্ছে।