ক্যাটাগরি

নাগরিকদের জন্য ১৬ দেশে ভ্রমণ নিষেধাজ্ঞা সৌদি আরবের

শনিবার দেশটির সাধারণ পাসপোর্ট
অধিদপ্তর (জাওজাত) বিষয়টি জানিয়েছে বলে খবর সৌদি গেজেটের।

এ তালিকায় থাকা দেশগুলো হল, লেবানন,
সিরিয়া, তুরস্ক, ইরান, আফগানিস্তান, ভারত, ইয়েমেন, সোমালিয়া, ইথিওপিয়া, ডেমোক্রেটিক
রিপাবলিক অব কঙ্গো, লিবিয়া, ইন্দোনেশিয়া, ভিয়েতনাম, আর্মেনিয়া, বেলারুশ ও ভেনেজুয়েলা।

যে সব সৌদিরা ভ্রমণে অনারব দেশগুলোতে
যেতে চায় তাদের পাসপোর্টের মেয়াদ ছয় মাসের বেশি থাকতে হবে বলে জানিয়েছে জাওজাত। নিজেদের
টুইটার অ্যাকাউন্টে দেওয়া বিবৃতিতে বিদেশ ভ্রমণে ইচ্ছুক সৌদিদের কী কী শর্ত পূরণ করতে
হবে তার বিস্তারিত জানিয়েছে এ সাধারণ পাসপোর্ট অধিদপ্তর।

ওই বিবৃতি অনুযায়ী, আরব দেশগুলোতে
ভ্রমণে যেতে ইচ্ছুক নাগরিকদের পাসপোর্টের মেয়াদ তিন মাসেরও বেশি থাকতে হবে আর উপসাগরীয়
সহযোগী সংস্থা (জিসিসি) রাষ্ট্রগুলোতে যেতে চাইলে তাদের জাতীয় পরিচয়পত্রের মেয়াদ তিন
মাসেরও বেশি থাকতে হবে।