ক্যাটাগরি

বেনাপোল সীমান্তে অস্ত্রসহ বাবা-ছেলে আটক

যশোর ৪৯ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল শাহেদ মিনহাজ ছিদ্দিকী জানান, সোমবার ভোরে যশোরের বেনাপোলের সীমান্তবর্তী সাদিপুর গ্রামে একটি বাড়িতে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

এরা হলেন- ওই গ্রামের মানিক মণ্ডলের ছেলে শাহাজামাল কালু (৫৫) ও কালুর ছেলে সোহেল হোসেন (৩৫)।

কর্নেল শাহেদ বলেন, “কালু ও সোহেল ভারত থেকে অস্ত্রের চালান এনে বাড়িতে মজুত রেখেছে গোপন খবরে বিজিবির টহলদল অভিযান চালায়। পরে তাদের কাছ থেকে পাঁচটি পিস্তল, পাঁচ রাউন্ড গুলি ও চারটি ভারতীয় সিমসহ মোবাইল ফোন উদ্ধার করা হয়।

আটকদের জিজ্ঞাসাবাদ শেষে অস্ত্র গুলিসহ বেনাপোল পোর্ট থানায় হস্তান্তর করা হবে বলে জানান বিজিবির এ কর্মকর্তা।