ক্যানবেরার গভর্নমেন্ট হাউসে লেবার পার্টির নেতা আলবানিজের সঙ্গে সোমবার শপথ নিয়েছেন নতুন পররাষ্ট্রমন্ত্রী পেনি ওয়ংসহ চার মন্ত্রী।
শপথ বাক্য পাঠ করান গভর্নর জেনারেল ডেভিড হারলি। আলবানিজ দেশের ৩১ তম প্রধানমন্ত্রী হিসাবে শপথ নিলেন।
এর মধ্য দিয়ে ৯ বছর পর আবারও অস্ট্রেলিয়ায় সরকার গঠন করতে যাচ্ছে লেবার পার্টি। যদিও আলবানিজ সংখ্যাগরিষ্ঠ সরকার গঠন করতে পারবেন কিনা তা এখনও স্পষ্ট নয়।
ভোট গণনা এখনও শেষ হয়নি এবং সরকার গঠনের বিষয়টিও এখনও চূড়ান্ত হয়নি। তার আগেই প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিয়ে নিয়েছেন আলবানিজ।
মঙ্গলবার জাপানের রাজধানীতে অনুষ্ঠেয় কোয়াড সম্মেলনে যোগ দিতেই আলবানিজের এই তড়িঘড়ি শপথ গ্রহণ। কোয়াড সম্মেলনে যুক্তরাষ্ট্র, জাপান ও ভারতের সরকার প্রধানদের সঙ্গে অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রীরও যোগ দেওয়ার কথা রয়েছে।
আনুষ্ঠানিকভাবে ফল ঘোষণা না হলেও এখন পর্যন্ত প্রকাশিত নির্বাচনী ফলে লেবার পার্টি এগিয়ে রয়েছে। আর শনিবার সন্ধ্যায়ই বিদায়ী প্রধানমন্ত্রী স্কট মরিসন পরাজয় মেনে নিয়ে প্রতিপক্ষ আলবানিজকে জয়ের শুভেচ্ছা জানিয়েছেন।
সোমবার প্রধানমন্ত্রীর দায়িত্ব নিয়েই প্রথম সংবাদ ব্রিফিংয়ে আলবানিজ বলেছেন, “আমি এমন একটি সরকার গড়ার অপেক্ষায় আছি, যে সরকার বিভক্তি সৃষ্টি করবে না বরং মানুষকে এক সুতোয় গাঁথবে এবং যে সরকারকে নিয়ে অস্ট্রেলিয়া গর্ব করবে।”
অস্ট্রেলিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষে মোট আসন সংখ্যা ১৫১টি। একক সংখ্যাগরিষ্ঠতা নিয়ে সরকার গঠন করতে হলে অন্তত ৭৬ আসনে জয় প্রয়োজন।
এখন পর্যন্ত ভোট গণনায় লেবার পার্টি ৭৪ আসন জিতছে। মরিসনের লিবারেল-ন্যাশনাল জোট পাচ্ছে ৫৪টি আসন এবং ইনডিপেনডেন্ট ও দ্য গ্রিনস পেতে যাচ্ছে ১৪টি আসন।