ক্যাটাগরি

সারা জীবনেই তো বেশি কাপড় পরিনি: প্রতিক্রিয়া ম্যাডোনার

প্রতিক্রিয়ায় ৬৩ বছর বয়সী এই সঙ্গীত তারকা বলেছেন, “আমি আমার সারা জীবনেই তো বেশি কাপড় পরিনি।”

গত শুক্রবার ইনস্টাগ্রামে লাইভে এসেছিলেন ম্যাডোনা, যেখানে তার প্রায় পৌনে ২ কোটি ফলোয়ার রয়েছে।

যুক্তরাজ্যের সংবাদপত্র ডেইলি মেইল জানিয়েছে, লাইভে যাওয়ার সঙ্গে সঙ্গে ম্যাডোনা টের পান যে তাকে ব্লক করে দেওয়া হয়েছে। তাকে বলা হয় যে তিনি ইনস্টাগ্রাম ব্যবহারের নীতিমালা লঙ্ঘন করছেন। পরে তাকে নগ্নতা বিষয়ক কোনো পোস্ট না দিতে বলা হয়।

পুরো ঘটনার একটি ভিডিও পরে শেয়ার করেন ম্যাডোনা, তাতে তিনি ক্ষোভ উগরে দেন।

তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় তিনি বলেন, “আমি পুরোপুরি নির্বাক।

“এটা হাস্যকর। তারা (ইনস্টাগ্রাম) কেন এটা করল, সেটা আমাকে জানালোও না পর্যন্ত। মনে হচ্ছে, কম্পিউটারের মধ্যে এক আমলাতান্ত্রিকতার মধ্যে পড়েছি।”

নিজের গত সপ্তাহের দেওয়া এনএফটি ভিডিওর কারণে এটা হয়েছে কি না, সেকথাও বলেন ম্যাডোনা। ওই গ্রাফিকাল ওই ভিডিওতে ম্যাডোনার যোনী থেকে একটি গাছের জন্ম দেখানো হয়েছিল।

এর আগে নিজের একটি স্তন উন্মুক্ত করে সে ছবি ইনস্টাগ্রামে পোস্ট করেছিলেন ম্যাডোনা, সেটাও সোশাল মিডিয়া সাইটটি মুছে দেয়।

শুক্রবার লাইভ ভিডিও বন্ধ করে দেওয়ার পর ম্যাডোনাকে ইনস্টাগ্রামে দেখা যাচ্ছে না। তবে এই শিল্পী কি নিজেই সরে গেছেন কি না, তা নিশ্চিত হওয়া যায়নি।