ক্যাটাগরি

স্থানীয়দের সঙ্গে চবি শিক্ষার্থীদের মারামারি

রোববার সন্ধ্যায় বিশ্ববিদ্যালয়ের দুই নম্বর গেইট এলাকায় এ ঘটনা ঘটে বলে জানান বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ড. রবিউল হাসান ভূঁইয়া।

তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, দুপুরে দুই শিক্ষার্থী মোটর সাইকেল নিয়ে বিশ্ববিদ্যালয়ের দুই নম্বর গেট এলাকায় যাওয়ার পর এক অটোরিকশার সাথে ধাক্কা লাগে।

“এরপর বাকবিতণ্ডার এক পর্যায়ে লোকাল কয়েকজন শিক্ষার্থীদের মারধর করে। এ খবরে হলের শিক্ষার্থীরা দুই নম্বর গেইট এলাকায় বিক্ষোভ দেখায়।”

শিক্ষার্থীরা দুই নম্বর গেইট এলাকায় অবস্থান নিয়েছে খবর শুনে স্থানীয়রা রেল ক্রসিং এলাকা অবরোধ করে।

প্রত্যক্ষদর্শী কয়েকজন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, এসময় স্থানীয়দের সঙ্গে শিক্ষার্থীদের ইট ছোড়াছুড়ি হয়। এরপর স্থানীয়রা সন্ধ্যায় রেল ক্রসিং এলাকায় শহীদ আব্দুর রব সড়ক অবরোধ করে। 

“বিষয়টি জানার পর পুলিশ প্রশাসন ও বিশ্ববিদ্যালয় প্রশাসন স্থানীয় জন প্রতিনিধিদের কথা বলে। পরে স্থানীয়রা চলে যায়,” বলেন প্রক্টর।

এ ঘটনায় ক্যাম্পাসে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে বলে জানান তিনি।