ক্যাটাগরি

হালদায় ১ দিনের অভিযানে ৪৬ হাজার মিটার জাল জব্দ

সোমবার নদীর মোহনা, কচুখাইন, কদুরখিল ও উত্তর মোহরা এলাকায় অভিযান চালিয়ে
এসব জাল জব্দ করা হয়।

নৌ পুলিশের চট্টগ্রাম অঞ্চলের সুপার মোহাম্মদ মোমিনুল ইসলাম ভুঁইয়ার
নেতৃত্বে এ অভিযানে সদরঘাট নৌ থানা ও হালদায় নৌ পুলিশ ক্যাম্পের সদস্যরা অংশ নেন।

সদরঘাট নৌ থানার ওসি এবিএম মিজানুর রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে
বলেন, “বেলা আড়াইটা থেকে ৫টা ১৫ মিনিট পর্যন্ত হালদা নদীর
কালুরঘাট সেতু সংলগ্ন অংশ থেকে অভিযান শুরু হয়। ভাটা শেষে জোয়ার শুরুর সময় অভিযান চালানো
এত বিপুল পরিমাণ জাল জব্দ করা হয়।”

হালদায় এত অভিযানেও কেন মা মাছ শিকার থামছে না?
 

হালদায় হতাশা: ডিম ছাড়ায় ‘ভাটা’ যে কারণে
 

অভিযানে ৪৫ হাজার মিটার ভাসান জাল ও এক হাজার মিটার ঘের জাল উদ্ধার করা
হয়।

মিজানুর রহমান বলেন, “হালদায়
মা মাছের ডিম ছাড়া সুরক্ষিত করতে আরও যৌথ অভিযান চালানো হবে।”

নৌ পুলিশ ২০২১ সালের জানুয়ারি থেকে চলতি বছর মার্চ পর্যন্ত ১২ লাখ ৯৩
হাজার ৬২০ মিটার জাল জব্দ করেছে। এই সময়ে ১০২টি অভিযান চালানো হয়। মৎস্য রক্ষা ও সংরক্ষণ
আইনে তিনটি মামলাও হয়।

২০২১ সালের ১১ জুলাই থেকে চলতি বছরের এপ্রিল পর্যন্ত ১০ মাসে হালদায়
ভ্রাম্যমান আদালতের ৪৩টি অভিযান পরিচালনা করেছেন হাটহাজারীর উপজেলা প্রশাসন।  

এসব অভিযানে ১ লাখ ১০ হাজার মিটার জাল এবং জাল বসানোর কাজে ব্যবহৃত ১১টি
নৌকা ধ্বংস করা হয়।