ক্যাটাগরি

কর্ণফুলীতে সাম্পান উল্টে নিখোঁজ কিশোরের লাশ মিললো দুদিন পর

১৭ বছর বয়সী ওই কিশোরের নাম মো. সোহাগ। বাবার সঙ্গে নদীতে মাছ আনা-নেওয়ার শ্রমিকের কাজ করত সে। কর্ণফুলী নদীর মেরিন ফিশারিজ ঘাট এলাকা থেকে সোমবার সকালে তার লাশ উদ্ধার করে পুলিশ।

নৌ পুলিশের সদরঘাট থানার ওসি এবিএম মিজানুর রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, শনিবার বিকালে মাঝ নদীতে নোঙর করা ট্রলার থেকে মাছ নিয়ে সাম্পানে করে সদরঘাটের একটি কোল্ডস্টোরেজে আসছিলেন একদল শ্রমিক। সেই সাম্পানে বাবার সঙ্গে সোহাগও ছিলেন।

নদীতে নোঙর করা আরেকটি ট্রলারের সাথে ধাক্কা লেগে শ্রমিকদের সাম্পানটি উল্টে যায়। সাম্পানে থাকা অন্যরা সাঁতরে তীরে উঠলেও সোহাগ নিখোঁজ হয় বলে জানান ওসি।  

তিনি বলেন, দুর্ঘটনার পর নদীতে বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করে সোহাগের সন্ধান পাওয়া যাচ্ছিল না। সোমবার সকালে মেরিন ফিশারিজ ঘাট এলাকায় তার লাশ ভেসে ওঠে। স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে পুলিশ গিয়ে লাশ উদ্ধার করে।