মামলার তদন্ত কর্মকর্তা
বেগমগঞ্জ মডেল থানার এসআই জাহাঙ্গীর আলম জানান, রোববার রাতে জেলার জ্যেষ্ঠ বিচারিক
হাকিম তৌহিদুল ইসলাম ফোজদারী কার্যবিধির ১৬৪ ধারায় আসামিদের জবানবন্দি রেকর্ড করেন।
এরপর রাতেই তাদের জেলা কারাগারে পাঠানো হয়।
এই মামলার তিন আসামি
হলেন রাকিব, রিমন ও পাভেল।
শনিবার রাতে চৌমুহনী
বাজারের হোসেন মার্কেটের সামনে জুতা বিক্রেতা মো. আইমনকে ছুরিকাঘাতে হত্যা করা হয়।
এর এক ঘণ্টা পর রাকিব, রিমন ও পাভেলকে গ্রেপ্তার করা হয়।

এদিকে রোববার সন্ধ্যায়
চৌমুহনীর গণিপুরে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে নিহত আইমনের দাফন সম্পন্ন হয়।
এ সময় চৌমুহনী বাজারের
ব্যবসায়ী, স্থানীয় জনপ্রতিনিধিসহ নিহতের আত্মীয় স্বজন ও এলাকাবাসী উপস্থিত ছিলেন। নোয়াখালী
জেনারেল হাসপাতালে তার ময়নাতদন্ত সম্পন্ন হয়।
আইমন হত্যা মামলায়
অভিযোগ করা হয়, সড়কের পাশে জুতা বিক্রেতা মো. আইমনের কাছে চাঁদা দাবির অভিযোগে রাকিবকে
মাদকসহ গ্রেপ্তার করে পুলিশ। বৃহস্পতিবার জামিনে বের হন রাকিব। এরপর আইমনকে ছুরিকাঘাতে
খুন করেন রাকিব ও তার দুই সহযোগী।
এ ঘটনায় আইমনের ভাই
জহিরুল ইসলাম বদী হয়ে বেগমগঞ্জ মডেল থানায় হত্যা মামলা দায়ের করেন।