ক্যাটাগরি

প্রথম ওভারেই মাহমুদুলকে হারাল বাংলাদেশ

‘আগের চেয়ে ভালো’ উইকেট

হালকা সবুজ ঘসের ছোঁয়া আছে উইকেটে। তবে পেস বোলারদের সহায়তার চেয়ে এটি বরং বেশি কাজে লাগবে উইকেটকে ব্যাটিং সহায়ক করতে। পিচ রিপোর্টে ধারাভাষ্যকার রোশান আবেসিংহে বললেন, সবুজ ঘাসের নিচে শুষ্ক জায়গা দেখতে পাচ্ছেন তিনি। সময়ের সঙ্গে তাই ক্রমে আরও শুষ্ক হবে উইকেট। বলার অপেক্ষা রাখে না, পরের দিকে স্পিনারদের বড় ভূমিকা থাকবে এখানে।

টস জয়ের পর বাংলাদেশ অধিনায়ক মুমিনুল হক বললেন, ম্যাচের শুরুর দিকে উইকেট ব্যাটিং বান্ধব থাকবে। পরের দিকে কঠিন হয়ে উঠবে ব্যাটিং।

মিরপুরে টার্নিং উইকেটে খেলার অভিজ্ঞতা থেকে শ্রীলঙ্কান অধিনায়ক দিমুথ করুনারত্নে বলছেন, এবার মিরপুরের উইকেট আগের চেয়ে ভালো। তবে শুরুতে ব্যাটিংয়র জন্য ভালো হবে বলে ধারণা তারও।

স্পিন আক্রমণে বদল শ্রীলঙ্কার

চট্টগ্রাম টেস্ট শেষে শ্রীলঙ্কার সহ-অধিনায়ক ধনাঞ্জয়া ডি সিলভা বলেছিলেন, মিরপুর টেস্টে তিন স্পিনার নিয়ে মাঠে নামবেন তারা। তবে একাদশের গঠন দেখা গেল এক রকমই, দুই পেসার ও দুই স্পিনার। তবে বদলে গেল মুখ। লাসিথ এম্বুলদেনিয়ার জায়গায় সুযোগ পেলেন আরেক বাঁহাতি স্পিনার প্রাভিন জয়াবিক্রমা।

গত বছর টেস্ট অভিষেকে বাংলাদেশের বিপক্ষেই ১১ উইকেট নিয়েছিলেন জয়াবিক্রমা। নিজের সবশেষ টেস্টে ভারতের বিপক্ষে গত মার্চে নেন ৭ উইকেট।

চট্টগ্রাম টেস্টে শ্রীলঙ্কার শুরুর একাদশ থেকে পরিবর্তন আছে আরও একটি। তবে তিনি মাঠে নেমেছিলেন ওই টেস্টের মাঝপথেই। বিশ্ব ফার্নান্দোর কনকাশন সাব হিসেবে মাঠে নেমে ৪ উইকেট শিকার করে এবার শুরুর একাদশেই জায়গা করে নিয়েছেন কাসুন রাজিথা।

শ্রীলঙ্কা একাদশ: দিমুথ করুনারত্নে (অধিনায়ক), ওশাদা ফার্নান্দো, কুসল মেন্ডিস, অ্যাঞ্জেলো ম্যাথিউস, ধনাঞ্জয়া ডি সিলভা, দিনেশ চান্দিমাল, নিরোশান ডিকভেলা, রমেশ মেন্ডিস, আসিথা ফার্নান্দো, প্রাভিন জয়াবিক্রমা, কাসুন রাজিথা।

দুই পরিবর্তন বাংলাদেশ একাদশে

বাংলাদেশের একাদশে দুটি পরিবর্তন ছিল অবশ্যম্ভাবী। চট্টগ্রাম টেস্ট চলার সময়ই চোটে ছিটকে যান শরিফুল ইসলাম। ওই টেস্টে পাওয়া চোটে ম্যাচের পর জানা যায় নাঈম হাসানের মাঠের বাইরে যাওয়ার খবর। এই টেস্ট তো বটেই, ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে পরের সিরিজেও নেই এই দুজন।

শরিফুলের বদলে একাদশে এসেছেন পেসার ইবাদত হোসেন। নাঈমের বদলে কোনো বিশেষজ্ঞ অফ স্পিনার যুক্ত করা হয়নি দলে। একাদশে তার জায়গা নিয়েছেন অফ স্পিনিং অলরাউন্ডার মোসাদ্দেক হোসেন।

বাংলাদেশ একাদশ: তামিম ইকবাল, মাহমুদুল হাসান জয়, নাজমুল হোসেন শান্ত, মুমিনুল হক (অধিনায়ক), মুশফিকুর রহিম, লিটন দাস, সাকিব আল হাসান, মোসাদ্দেক হোসেন, তাইজুল ইসলাম, ইবাদত হোসেন, সৈয়দ খালেদ আহমেদ।

টসে হাসি মুমিনুলের

ম্যাচ রেফারি ক্রিস ব্রড টস জয়ের কথা বলা মাত্র নিজের সিদ্ধান্ত জানাতে দেরি করেননি মুমিনুল হক। বাংলাদেশ অধিনায়ক চটপট জানিয়ে দিলেন, ব্যাট করবেন তারা।

টেস্টে সময় যত গড়াবে, উইকেট ব্যাটিংয়ের জন্য কঠিন হবে বলে ধারণা মুমিুনুলের। তাই প্রথম ইনিংসে বড় স্কোর গড়তে চান বাংলাদেশ অধিনায়ক।

শ্রীলঙ্কা অধিনায়ক দিমুথ করুনারত্নে জানালেন, টস জিতলে আগে ব্যাটিং করতেন তারাও। তার মতে, এখানে প্রথম ইনিংসের রান হবে গুরুত্বপূর্ণ।

জয়ের আশায় দুই দল

মিরপুরে সবশেষ ৮ টেস্টই দেখেছে জয়-পরাজয়। সবশেষ এখানে ম্যাচ ড্র হয়েছিল ২০১৫ সালে। বাংলাদেশ-দক্ষিণ আফ্রিকার সেই টেস্টে প্রথম দিন খেলা হওয়ার পর চার দিন ভেসে গিয়েছিল বৃষ্টিতে। এবারও এখানে ফল হবে, ধারণা বাংলাদেশ অধিনায়ক মুমিনুল হকের।

টেস্ট শুরুর আগের দিন মুমিনুল বললেন, আগের টেস্টকে পেছনে ফেলে নতুন লক্ষ্য নিয়ে মাঠে নামবেন তারা।

“মিরপুরে ফলাফল ছাড়া ম্যাচ খুব কমই হয়। শেষ কবে ফল আসেনি বলা কঠিন। সবসময় ফল আসে। বোলিং খুব গুরুত্বপূর্ণ, সঙ্গে ব্যাটিংও। অবশ্যই আমরা পরিকল্পনা করি, কোন জিনিস নিয়ে কাজ করলে জেতার সম্ভাবনা বেশি থাকবে।”

“আমার কাছে মনে হয়, ভালো একটা সুযোগ আছে আমাদের। চট্টগ্রাম টেস্টে কী হয়েছে সেগুলো চিন্তা না করে, এখন আমাদের নতুন করে শুরু করতে হবে। কারণ আগেও অনেক সময় (প্রথম টেস্ট ড্র করে পরের ম‍্যাচে হেরে গেছি)… ওই জায়গা থেকে বের হওয়ার চেষ্টা করছি। ঢাকা টেস্টেও যদি দল হিসেবে খেলতে পারি, তাহলে ফল আমাদের পক্ষে আসবে।”

ইংল্যান্ড কোচ ক্রিস সিলভারউডের ধারণা, তুমুল প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ম্যাচ হবে।

“আমার মনে হয় না ম্যাচটি সহজ হবে। দুই দলই জিততে চায়। গত ম্যাচে বেশ কঠিন লড়াই হয়েছে। কখনও কখনও মোমেন্টাম খুব দ্রুত বদলে গেছে। বাংলাদেশ কখনও কখনও আমাদেরকে খাদের কিনারায় নিয়ে গেছে, আমরা সেখান থেকে লড়াই করে ম্যাচে টিকে থেকেছি।”

“আমার মনে হয়, এখানেও এমনই হবে। এখানে খেলা হয়তো আরও গতিময়তায় সামনে এগোবে। এটার জন্য প্রস্তুত থাকতে হবে আমাদের। রোমাঞ্চকর ক্রিকেটের জন্য মুখিয়ে আছি আমি।”

চেনা প্রেক্ষাপট

বাংলাদেশ-শ্রীলঙ্কার সবশেষ দুই সিরিজই শেষ হয়েছিল একই ধারায়। প্রথম টেস্ট হয়েছিল ড্র। দ্বিতীয় টেস্ট জিতে সিরিজ জিতে নিয়েছিল শ্রীলঙ্কা। এবারও প্রথম টেস্ট ড্র হয়েছে চট্টগ্রামে। অপেক্ষা এখন মিরপুর টেস্টের।