এক বিজ্ঞপ্তিতে নগদ জানায়, ইউনাইটেড হাসপাতালে বিশেষ হেলথ চেকআপে
নগদ পেমেন্টে ২ হাজার ৩৫০ টাকা পর্যন্ত ডিসকাউন্ট মিলছে। আগামী ৩১ মে পর্যন্ত নগদ গ্রাহকরা এ অফার উপভোগ করতে পারবেন।
‘সাকিব ৭৫ হেলথ কেয়ার’ থেকে ১ হাজার টাকার হেলথ কার্ড কিনে নগদ পেমেন্টে মিলছে ৬০০ টাকার ডিসকাউন্ট। সেখানে অফারটি চলবে ১৫ জুলাই পর্যন্ত।
এছাড়া ঢাকা সিটি ফিজিওথেরাপি হাসপাতালের নির্দিষ্ট সার্ভিসে ২৫ শতাংশ, জায়ন্যাক্স হেলথে
সব ধরনের স্বাস্থ্যসেবায় ২০
শতাংশ এবং ‘ডেন্টাল পিক্সেল’-এ মিলছে ৫০ শতাংশ পর্যন্ত ডিসকাউন্ট। এসব প্রতিষ্ঠানেও
অফার চলবে ১৫ জুলাই পর্যন্ত।
আর ‘লাইফস্প্রিং’ ও ‘বাংলাদেশ সাইকিয়াট্রিক কেয়ার লিমিটেড’ থেকে মানসিক স্বাস্থ্যসেবার ফি নগদের মাধ্যমে পরিশোধ করে গ্রাহকেরা যথাক্রমে ১৫ শতাংশ ও ৫ শতাংশ পর্যন্ত ডিসকাউন্ট উপভোগ করতে পারছেন।
লাইফস্প্রিংয়ে অফার চলবে ৩১ ডিসেম্বর পর্যন্ত, অন্যদিকে
বাংলাদেশ সাইকিয়াট্রিক কেয়ারে আগামী ৩১ অগাস্ট পর্যন্ত এ সুবিধা মিলবে।
নগদের প্রধান বিপণন কর্মকর্তা (সিএমও) শেখ আমিনুর রহমান বলেন, “আমার বিশ্বাস এই অফারগুলো গ্রাহকদের শারীরিক সুস্থতা নিশ্চিতে সাহায্য করবে। ডিজিটাল লেনদেনের নতুন চাহিদা পূরণ ও সাশ্রয়ী সেবা দিতে ‘নগদ’ এই ধরনের আরও নতুন নতুন উদ্যোগ নিয়ে আসবে।”