ক্যাটাগরি

এখন এমবাপেকে নিয়ে কথা বলার সময় নয়: বেনজেমা

ইউরোপ সেরার লড়াইয়ে আগামী শনিবার প্যারিসে লিভারপুলের মুখোমুখি হবে রিয়াল। এখন এই ম্যাচ ঘিরেই যত ভাবনা বেনজেমার। তাই মঙ্গলবার মুভিস্টার প্লাস-এর সঙ্গে আলাপচারিতায় স্বদেশি এমবাপেকে নিয়ে প্রশ্ন এড়িয়ে যান তিনি।

“আমি বলব যে রিয়াল মাদ্রিদ চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালে খেলতে যাচ্ছে এবং এই ছোট বিষয় নিয়ে কথা বলার সময় এটি নয়।”

“না (এ নিয়ে কথা বলতে পছন্দ করি না)। আমি রাগান্বিত নই। আমি চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালে মনোযোগ দিচ্ছি। অন্যান্য বিষয় শোনার চেয়ে এটি আরও গুরুত্বপূর্ণ।”

গত এপ্রিলের শুরুতে এমবাপের রিয়ালে যোগ দেওয়ার সম্ভাবনা নিয়ে বেনজেমা উচ্ছ্বাস প্রকাশ করেছিলেন।

“আমি জাতীয় দলে (এমবাপের) সঙ্গে খেলতে পছন্দ করি এবং তার সঙ্গে ক্লাব পর্যায়েও খেলতে চাই। আমি মনে করি, (এমবাপে যোগ দিলে) রিয়াল দ্বিগুণ গোল করবে- তিনগুণও হতে পারে।”

গত গ্রীষ্মের দলবদলের শেষ দিন পর্যন্ত এমবাপেকে দলে ভেড়ানোর চেষ্টা করেছিল রিয়াল। কিন্তু পিএসজি তাকে ছাড়তে ছিল নারাজ। স্পেনের সফলতম দলটি রেকর্ড ট্রান্সফার ফি দিতে প্রস্তুত থাকলেও মন বদলায়নি পিএসজি কর্মকর্তাদের।

এরপর সময় গড়িয়ে শুরু হয় নতুন বছর। ১ জানুয়ারি থেকেই ‘ফ্রি এজেন্ট’ হিসেবে নতুন ঠিকানা বেছে নেওয়ার পথ খুলে যায় এমবাপের। দুই পক্ষের সঙ্গেই আলোচনা চালিয়ে যাচ্ছিলেন তিনি।

সব জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে গত শনিবার পিএসজিতে থাকার ঘোষণা দেন এমবাপে। ২০২৫ সাল পর্যন্ত ক্লাবটির সঙ্গে চুক্তি নবায়ন করেন ২৩ বছর বয়সী এই ফুটবলার।