ক্যাটাগরি

নিখোঁজের ৬ দিন পর মিলল স্কুলছাত্রের গলিত মরদেহ

মঙ্গলবার বিকালে উপজেলার
ইসলাম দিঘর গ্রামের একটি বাঁশ বাগানে গাছের সঙ্গে হাত-পা বাঁধা অর্ধগলিত মরদেহটি পাওয়া
যায় বলে রায়গঞ্জ সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার ইমরান রহমান জানান।

১৪ বছর বয়সী এই কিশোর
উপজেলার ধামাইনগর গ্রামের বাসিন্দা এবং স্থানীয় একটি প্রাথমিক বিদ্যালয়ের ৫ম শ্রেণির
ছাত্র।

নিহতের বড় ভাই সাংবাদিকদের
জানান, বৃহস্পতিবার (১৯ মে) সকালে বড় ভাইয়ের অটোভ্যান নিয়ে বাড়ি থেকে বের হন এই কিশোর।
রাতে বাড়ি না ফিরলে বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করে পাওয়া যায়নি। শুক্রবার রায়গঞ্জ থানায়
একটি সাধারণ ডায়েরি করা হয়। 

অতিরিক্ত পুলিশ সুপার
ইমরান রহমান জানান, স্থানীয়রা বাঁশ ঝাড়ে মরদেহ দেখতে পেয়ে থানায় সংবাদ দেয়। লাশ ময়নাতদন্তের
জন্য সিরাজগঞ্জ বঙ্গমাতা শেখ ফজিলাতুন নেছা মুজিব জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে।

তিনি আরও জানান, এ
ঘটনায় মামলার প্রস্তুতি চলছে। কী কারণে হত্যাকাণ্ড ঘটেছে তা জানা যায়নি। অটোভ্যানটিও
পাওয়া যায়নি।