ক্যাটাগরি

ইভিএম: কারিগরি বিশেষজ্ঞদের মত নেবে ইসি

ইভিএম সম্পৃক্ত আইটি বিশেষজ্ঞ, গবেষক, সাবেক ও বর্তমান কর্মকর্তাদের নিয়ে বুধবার নির্বাচন ভবনে এ বৈঠক হবে।

জানতে চাইলে ইসি সচিব হুমায়ুন কবীর খোন্দকার বলেন, “ইভিএমের কারিগরি বিষয়ে দক্ষতা রয়েছে এমন বিশেজ্ঞদের আমন্ত্রণ জানানো হয়েছে। তারা বিষয়গুলো উত্থাপন করবেন, আলোচনা করবেন, মতামত দেবেন।

“পর্যায়ক্রমে সংশ্লিষ্ট আরও অনেকের সঙ্গে বসবে। কমিশন (ইভিএমের কারিগরি দিক) বিষয়টা বুঝতে চাচ্ছেন”।

ইভিএম নিয়ে সিদ্ধান্ত আমরাই নেব: সিইসি

আগামী নির্বাচনে কত আসনে ইভিএম?

ইভিএমে ধীর গতি সমাধানে কারিগরি দলের সঙ্গে বসবে ইসি: সচিব
 

ইভিএম সংশ্লিষ্ট ইসির আইটি দল, প্রকল্প সংশ্লিষ্ট সাবেক ও বর্তমান পরিচালক, এনআইডি উইং-এর সাবেক ও বর্তমান মহাপরিচালক, বিশ্ববিদ্যালয়ের প্রযুক্তি বিশেষজ্ঞ নিয়ে প্রায় ৩০ জনকে বৈঠকে আমন্ত্রণ জানানো হয়েছে।

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক জাফর ইকবাল, বুয়েটের অধ্যাপক এম কায়কোবাদ, ড. সেলিয়া শাহনাজ, ব্র্যাক ইউনিভার্সিটির মতিন সাদ আবদুল্লাহও রয়েছেন আমন্ত্রিতদের মধ্যে।

ইসি সচিব বলেন, “ওনারা দেখবেন, মতামত রাখবেন। আমাদের আইটি বিশেষজ্ঞরাও থাকবেন, এ বিষয়ে মত দেবেন। ইভিএমের ওপর কমিশন তাদের মতামত নেবেন।”

তাদের সামনে ইভিএম প্রদর্শনীর পাশাপাশি সার্বিক কারিগরি দিক তুলে ধরা হবে। এরপর যন্ত্রটি নিয়ে সংশ্লিষ্টদের মতামত নেবে কাজী হাবিবুল আউয়াল কমিশন।

নতুন ইসি দায়িত্ব নেওয়ার এক মাসের মাথায় অংশীজনদের সঙ্গে সংলাপ শুরু করে। ২৩ মার্চ থেকে ১৮ এপ্রিল চার ধাপের সংলাপে শখানেক প্রস্তাব আসে। এতে ইভিএমের পক্ষে-বিপক্ষে মতামত আসে।

এমন উদ্ভট কথা ‘বলতেই পারেন না’ সিইসি

সংসদ নির্বাচনে ইভিএমের সঙ্গে সিসি ক্যামেরাও ইসির বিবেচনায়
 

মঙ্গলবার এ বিষয়ে সিইসি বলেন, “আমরা পাঁচটা মিটিং করেছি, পুরোপুরি আস্থাভাজন হতে পারিনি। আরও মিটিং হবে। সেখানে পর্যালোচনা করব। আমরা বলেছি, ইভিএম নিয়ে সবার আস্থা অর্জন করতে চাই। কালকেও কারিগরি মিটিং হবে।”

আরও কয়েকটি বৈঠকে সকলের সঙ্গে আলাপ-আলোচনা করে ইভিএম নিয়ে সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানান তিনি।