ক্যাটাগরি

ইরানে ভবন ধসে নিহত ৫, বহু আটকা

ভবনটির ধ্বংসস্তূপে আটকা পড়া
অন্তত ৮০ জনকে বের করে আনতে উদ্ধারকারীরা চেষ্টা করে যাচ্ছেন বলে ইরানের রাষ্ট্রায়ত্ত
টেলিভিশন জানিয়েছে।

তারা জানায়, অভিযানে সহায়তা করার
জন্য আশপাশের অন্যান্য শহর থেকে উদ্ধারকারী দলগুলোকে ঘটনাস্থলে পাঠানো হয়েছে। ইতোমধ্যেই
ঘটনাস্থলে উদ্ধারকারী কুকুরসহ দুটি দল, একটি হেলিকপ্টার ও সাতটি উদ্ধারকারী যান আছে।

রাষ্ট্রায়ত্ত টেলিভিশনে প্রদর্শিত
ফুটেজে আবাদানের ক্ষুব্ধ বাসিন্দাদের নগর কর্তৃপক্ষের বিরুদ্ধে শ্লোগান দিতে দেখা গেছে,
জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স। 

ইরানের আধা-স্বায়ত্তশাসিত বার্তা
সংস্থা মেহের ধসে পড়া ভবনটিকে ইরাক সীমান্ত সংলগ্ন নগরীটির আমির কবির স্ট্রিটের একটি
বাণিজ্যিক-আবাসিক ভবন হিসেবে শনাক্ত করেছে।   

খুজেস্তান প্রদেশের বিচার বিভাগীয়
প্রধান ভবন ধসের ঘটনা তদন্তের নির্দেশ দিয়েছেন। ভবনটির মালিক ও এর নির্মাণকারী ঠিকাদারকে
গ্রেপ্তার করা হয়েছে।