মালয়েশিয়ার কুয়ালা লামপুরে মঙ্গলবারের ড্রয়ে ‘ই’ গ্রুপে বাংলাদেশের
প্রতিপক্ষ ইয়েমেন, সিঙ্গাপুর ও ভুটান। ইয়েমেন ও ভুটানের বিপক্ষে গত বাছাইয়েও খেলেছিল
দল। সেবার ভুটানকে ৩-০ গোলে হারানো বাংলাদেশ একই ব্যবধানে হেরেছিল ওমানের কাছে।
জাতীয় দলের ফিফা র্যাঙ্কিংয়ের হিসাবে মোটামুটি চারটি দলই
সমমানের। ইয়েমেন ১৫১তম, সিঙ্গাপুর ১৫৮তম, ভুটান ১৮৭তম ও বাংলাদেশ সবার নিচে, ১৮৮তম।
আগামী ১ অক্টোবর সিলেট জেলা স্টেডিয়ামে ‘ই’ গ্রুপের খেলা
শুরু হয়ে শেষ হবে ৯ অক্টোবর। ১০ গ্রুপের সেরা ও পাঁচ সেরা রানার্সআপ পাবে ২০২৩ সালে
বাহরাইনের চূড়ান্ত পর্বে খেলার টিকেট।
গেলবার তিন ম্যাচে এক জয় ও দুই হারে ৩ পয়েন্ট নিয়ে তৃতীয়
হয়েছিল বাংলাদেশ।
একই দিনে হওয়া এএফসি অনূর্ধ্ব-২০ এশিয়ান কাপের বাছাইয়ে ‘বি’
গ্রুপে পড়েছে বাংলাদেশ। গ্রুপের বাকি চার দল নেপাল, ভুটান, বাহরাইন ও কাতার।
১০ গ্রুপের সেরা ও পাঁচ সেরা রানার্সআপ ২০২৩ সালে উজবেকিস্তানের
মূলপর্বের খেলার সুযোগ পাবে।
গতবার অনূর্ধ্ব-১৯ বছর বয়সীদের নিয়ে হয়েছিল প্রতিযোগিতাটি।
বাছাইয়ে ‘ই’ গ্রুপে বাংলাদেশ চার দলের মধ্যে হয়েছিল চতুর্থ। বাহরাইন ও ভুটানের কাছে
হারা দল একমাত্র ড্র করেছিল জর্ডানের বিপক্ষে।