ক্যাটাগরি

চাঁপাইনবাবগঞ্জে নদীতে ডুবে ২ শিশুর মৃত্যু

মঙ্গলবার বিকেল ৫টার দিকে উপজেলার কানসাট কালভার্ট ঘাট এলাকায় তারা মারা যায় বলে শিবগঞ্জ থানার এসআই আরিফ আলী জানান।

শিশুরা হল উপজেলার কানসাট ইউনিয়নের ঝাউবাজার এলাকার মুস্তাকিমের ছেলে মমিন (১২) ও একই এলাকার আবু তাহের (১৪)।

এসআই আরিফ স্থানীয়দের বরাতে বলেন, বিকেল সাড়ে ৪টার দিকে মমিন ও আবু তাহেরসহ চার শিশু পাগলা নদীতে গোসল করতে যায়। একপর্যায়ে পানিতে তলিয়ে যায় মমিন ও আবু তাহের। পরে এলাকাবাসী তাদের মরদেহ উদ্ধার করে।

ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে জানিয়ে তিনি বলেন, তদন্ত শেষে বিস্তারিত জানা যাবে। এ বিষয়ে পরিবারের সদস্যরা থানায় যোগাযোগ করেনি।