মঙ্গলবার বিকেল ৫টার দিকে উপজেলার কানসাট কালভার্ট ঘাট এলাকায় তারা মারা যায় বলে শিবগঞ্জ থানার এসআই আরিফ আলী জানান।
শিশুরা হল উপজেলার কানসাট ইউনিয়নের ঝাউবাজার এলাকার মুস্তাকিমের ছেলে মমিন (১২) ও একই এলাকার আবু তাহের (১৪)।
এসআই আরিফ স্থানীয়দের বরাতে বলেন, বিকেল সাড়ে ৪টার দিকে মমিন ও আবু তাহেরসহ চার শিশু পাগলা নদীতে গোসল করতে যায়। একপর্যায়ে পানিতে তলিয়ে যায় মমিন ও আবু তাহের। পরে এলাকাবাসী তাদের মরদেহ উদ্ধার করে।
ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে জানিয়ে তিনি বলেন, তদন্ত শেষে বিস্তারিত জানা যাবে। এ বিষয়ে পরিবারের সদস্যরা থানায় যোগাযোগ করেনি।