শুধু তাই নয় রুবল এখন বিশ্বের ‘বেস্ট পারফর্মিং কারেন্সি’।
ইউক্রেইনে আগ্রাসনের জেরে যুক্তরাষ্ট্র এবং পশ্চিমাবিশ্ব রাশিয়ার অর্থনীতিকে পঙ্গু করে দিতে কঠোর থেকে কঠোরতর নিষেধাজ্ঞা আরোপ করেছে। তা সত্ত্বেও রুবল এ বছর ডলারের বিপরীতে ৩০ শতাংশ শক্তিশালী হয়েছে বলে জানায় বার্তা সংস্থা রয়টার্স।
মঙ্গলবার জিএমটি ১১:১০ তে ডলারের বিপরীতে আড়াই শতাংশ শক্তিশালী ছিল রুবল। ওই সময় এক ডলার সমান ৫৬ দশমিক ৩৬ রুবল ছিল। গত চার বছরের মধ্যে এই প্রথম ডলারের বিপরীতে রুবলকে এতটা শক্তিশালী অবস্থায় দেখা গেছে।
কয়েকদিন পর থেকেই গ্যাস রপ্তানির বিল রুবলে: রাশিয়া
পশ্চিমা অবরোধ রুশ অর্থনীতির দুর্গে ‘আঁচড় মাত্র’
ইউরোর বিপরীতে এদিন রুবল আরো বেশি (৩ শতাংশ) শক্তিশালী হয়ে উঠেছিল। এ সময় এক ইউরো সমান ৫৮ দশমিক ২৪ রুবল ছিল।
আগমী জুন মাস নাগাদ ডলারের বিপরীতে রুবলের মান কমে আবার ৬০ থেকে ৬৫ রুবলে ফেরত আসতে পারে বলে এক নোটে জানিয়েছে সিনারা ইনভেস্টমেন্ট ব্যাংক।