প্রতীকী ছবি
মৃত ব্যক্তির বয়স আনুমানিক ৩০ থেকে ৩৫ বছর হবে বলে ধারণা করা হচ্ছে।
মঙ্গলবার সকাল সাড়ে ৮টায় লাশটি উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ মর্গে পাঠানো হয় বলে জানিয়েছেন যাত্রাবাড়ী থানার এসআই এরশাদ আলম।
তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “ড্রামের ভিতর থেকে উদ্ধারের সময় তার এক পা বিচ্ছিন্ন, এক পা শরীরের সাথে লাগানো, এবং শরীরের বাকি অংশ ঝলসানো অবস্থায় ছিল।”
পুলিশের ধারণা, কোনো রাসায়নিক দিয়ে ঝলসানো হয় ওই ব্যক্তিকে।
লাশটি প্রিন্টের চাদর ও কাঁথা প্যাঁচানো ছিল।
এরশাদ বলেন, “অজ্ঞাত দুষ্কৃতকারীরা তাকে মেরে লাশ গুম করার উদ্দেশ্যে এই ড্রামের ভেতর ফেলে রেখে যায়। ময়নাতদন্তের পর মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।”