মঙ্গলবার ভোর ৫টার দিকে উপজেলার দৌলতদিয়া ফেরিঘাটের অদূরে স্থানীয় জেলে
আব্দুস সালাম প্রামাণিকের জালে মাছটি আটকা পড়ে বলে গোয়ালন্দ উপজেলা মৎস্য কর্মকর্তা
মো. রেজাউল শরীফ জানান।
পরে সকাল ৮টায় দৌলতদিয়া মৎস্য আড়তের ব্যবসায়ী শাহজাহান শেখ মাছটি এক হাজার
২৫০ টাকা কেজি দরে মোট ২৫ হাজার টাকায় মাছটি কিনে নেয়।
শাহজাহান শেখ বলেন, পাঙ্গাশটি তিনি ২৫ হাজার টাকায় কিনেছিলেন। পরে মোবাইলের
মাধ্যমে ঢাকার এক ব্যবসায়ীর কাছে এক হাজার ৩০০ টাকা কেজি দরে মোট ২৬ হাজার টাকায় বিক্রি
করে দিয়েছেন।
জেলে আব্দুস সালাম প্রামাণিক বলেন, মঙ্গলবার গভীর রাত ৩টার দিকে তিনি পদ্মায়
মাছ ধরতে যান। ভোর ৫টায় জালে মাছ আটকা পড়ে। দৌলতদিয়া আড়তে এনে ওজন দিয়ে দেখেন ২০ কেজি।
অনেক দিন পর বড় মাছ ধরতে পেরে ও ভালো দাম পেয়ে খুশি সালাম।
উপজেলা মৎস্য কর্মকর্তা মো. রেজাউল শরীফ বলেন, “পদ্মার পানি বাড়ছে। যে
কারণে পদ্মা ও যমুনার মোহনায় মাঝে মধ্যেই বড় বড় রুই, পাঙ্গাশ, বাঘাইড়সহ বিভিন্ন প্রজাতির
মাছ জেলেদের জালে আটকা পড়ছে। এতে জেলেরা আর্থিকভাবে লাভবান হচ্ছেন।
নদীর এসব বড় বড় মাছ খেতে খুবই সুস্বাদু। নদীতে স্থায়ী অভয়াশ্রম করা গেলে
বংশবৃদ্ধিসহ আরও বেশি মাছ পাওয়া যেত বলে তিনি জানান।