এনভয় টেক্সটাইল ২০০ কোটি টাকা এবং আলিফ
ইন্ডাস্ট্রিজ লিমিটেড তুলবে ৩০০ কোটি টাকা।
সোমবার কমিশন সভায় কোম্পানি দুটিকে বন্ড ছেড়ে টাকা তোলার
অনুমোদন দেওয়ার সিদ্ধান্ত হয়। বৈঠক শেষে সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
এনভয় টেক্সটাইল বন্ড ইস্যুর মাধ্যমে তোলা টাকা
দিয়ে নিজস্ব বিদ্যুৎকেন্দ্রের যন্ত্রপাতি কিনবে। এ বন্ডকে শেয়ারে
রূপান্তর করা যাবে না।
২০০ কোটি টাকার বন্ডের প্রতি লটের মূল্য হবে ২০ লাখ টাকা।
ব্যক্তি পর্যায়ে কিনতে গেলে এ পরিমাণ টাকা বিনিয়োগ করতে হবে। আর প্রাতিষ্ঠানিক
বিনিয়োগকারীদের অন্তত এক কোটি টাকার বিনিয়োগ করতে হবে। এ বন্ডের সুদের
হার হবে সাড়ে ৬ থেকে ৮ শতাংশ।
অপরদিকে আলিফ ইন্ডাস্ট্রিজ ৩০০ কোটি টাকার বন্ড ছেড়ে
তোলা টাকা দিয়ে তালিকাভুক্ত আরেকটি কোম্পানি অধিগ্রহণ করবে এবং তালিকাভুক্ত সেই
কোম্পানির ঋণের দায় পরিশোধ করবে। একই সঙ্গে সেই কোম্পানির জন্য মেশিন কেনা হবে এ
টাকা থেকে।
এ বন্ডের প্রতি লটের মূল্য হবে এক লাখ টাকা। বন্ডের মেয়াদ
হবে ছয় বছর। এ বন্ডের কোনো নির্দিষ্ট সুদহার নেই।
বন্ডটি প্রাইভেট প্লেসমেন্টের মাধ্যমে বিক্রি করা হবে বলে
বিএসইসির সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়।