ক্যাটাগরি

বরিশালে এক ব্যক্তিকে চোখ উপড়ে, গলা কেটে হত্যা

নিহত মনির হাওলাদার (৩২) উপজেলার কাজিরচর এলাকার বাসিন্দা।

মঙ্গলবার সকালে মরদেহ উদ্ধার করা হয় বলে জানান মুলাদী থানার ওসি মাকসুদুর রহমান।

ওসি পরিবারের বরাতে বলেন, মনির মুলাদী বাস কাউন্টারের কেরানি ছিলেন। সোমবার রাত থেকে নিখোঁজ ছিলেন তিনি। সকাল ১০টার দিকে স্থানীয়দের কাছে খবর পেয়ে পুলিশ গিয়ে লাশ উদ্ধার করে।

“তার গলায় ধারালো অস্ত্রের জখম রয়েছে। তার একটি চোখ উপড়ে ফেলা হয়েছে।”

ঘটনা তদন্তের জন্য আলম হোসেন ও জামাল মৃধা নামে স্থানীয় দুই ব্যক্তিকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে জানিয়ে ওসি বলেন, মনিরের সঙ্গে কারও বিরোধ ছিল কিনা তা খতিয়ে দেখা হচ্ছে। লাশ ময়নাতদন্তের জন্য বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।