ক্যাটাগরি

বরিশালে ট্রাকচাপায় স্ত্রী নিহত, স্বামী আহত

নিহত রওশনারা বেগম (৩৬) উপজেলার পতিহার গ্রামের মান্নান সরদারের স্ত্রী।

মঙ্গলবার সকালে উপজেলার পূর্ব সুজনকাঠী এতিমখানার সামনে বরিশাল-গোপালগঞ্জ সড়কে তারা হতাহত হন বলে আগৈলঝাড়া থানার এসআই আলী হোসেন জানান।

এসআই স্থানীয়দের বরাতে জানান, মান্নান ও তার স্ত্রী সকালে ভ্যানে করে ছাগল নিয়ে পতিহার থেকে রাজিহার যাচ্ছিলেন। ভ্যানটা মান্নান নিজেই চালাচ্ছিলেন। পথে একটি ট্রাক পেছন থেকে ধাক্কা দিলে রওশনারা ছিটকে পড়েন। এ সময় তাকে চাপা দিয়ে দ্রুত পালিয়ে যায় ট্রাকটি। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

আহত মান্নান বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে জানান এসআই আলী হোসেন।