পৌরসভার
পলাশপোল গ্রামে সোমবার বিকালে এই ঘটনা ঘটে বলে পুলিশ জানিয়েছে।
নিহত ইয়াছিন
আলী সরদার (২০) স্থানীয় ইমান আলী সর্দারের ছেলে। আহতরা হলেন বেল্টু, বাবলু ও রাজা।
তাদের বয়স ২০-২২ বছরের মধ্যে। তাদের সাতক্ষীরা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
সদর থানার
পরিদর্শক (তদন্ত) বিশ্বজিত কুমার জানান, এ চার তরুণ বিকালে একটি সীমানা দেয়ালের পাশে
বলে মোবাইলে গেম খেলছিলেন। এক পর্যায়ে ইট-সিমেন্টের তৈরি প্রাচীরটি ভেঙে পড়লে তারা
চাপা পড়েন।
সাতক্ষীরা
সদর হাসপাতালের দায়িত্বরত কর্মকর্তা ডা. আসাদুজ্জামান নুর বলেন, বিকালে দেয়াল চাপাপড়া
চারজনকে হাসপাতালে নিয়ে আসে স্থানীয়রা। তাদের মধ্য থেকে একজন মৃত ছিল। আহতদের হাসপাতালে
চিকিৎসা দেওয়া হচ্ছে।