চুরির সঙ্গে জড়িত সন্দেহে পুলিশ দুই ব্যক্তিকে
আটক করেছে।
শাহাজাদপুর চৌকি আদালতের সেরেস্তদার আমিরুল
মোমেন খান জানান, আদালতের দক্ষিণপাশে নান্নু মিয়া নামে এক ব্যক্তির তৃতীয় তলা বাড়ির
নিচতলায় ভাড়া থাকেন জ্যেষ্ঠ সহকারী জজ সোহেল রানা। মঙ্গলবার সকালে তিনি বাসায় তালা
দিয়ে অফিসে যান। দুপুরে পিয়ন গিয়ে তালা ভাঙা দেখতে পান।
“চোর দুটি ল্যাপটপ, দুটি মোবাইল ফোন ও টাকা
নিয়ে গেছে। তাছাড়া চোর আলমারির তালা ভেঙেছে এবং অন্য আসবাবপত্র তছনছ করেছে।”
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।
শাহজাদপুর থানার ওসি শাহিদ মাহমুদ খান জানান,
সন্দেহভাজন হিসেবে রামবাড়ি মহল্লার কহর আলী ও কান্দাপাড়ার সাইদুল ইসলাম নামে দুই ব্যক্তিকে
আটক করা হয়েছে। তাদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।