মঙ্গলবার রাত সাড়ে ১১টার দিকে উপজেলার আলফাপুর গ্রামে এ অগ্নিকাণ্ডের ঘটনা
ঘটে বলে শৈলকুপা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের স্টেশন অফিসার সঞ্জয় কুমার জানান।
ক্ষতিগ্রস্তরা হচ্ছেন- আরিফ বিশ্বাস, মুজাফ্ফর বিশ্বাস, মারুফ বিশ্বাস,
আজমল বিশ্বাস, হারুন বিশ্বাস, সাত্তার বিশ্বাস, লতিফ বিশ্বাস, মানিক বিশ্বাস, জুলেখা
খাতুন, রহিমা খাতুন ও সেলিম হোসেন।
বুধবার মুজাফ্ফর বিশ্বাস বলেন, হারুনের রান্নাঘরের চুলা থেকে আগুনের সূত্রপাত
হয়। পরে তা মুহূর্তের মধ্যে আশপাশের বাড়িতে ছড়িয়ে পড়ে। রান্নার দুটি গ্যাস সিলিন্ডার
বিস্ফোরণে আগুন ভয়াবহ রূপ নেয়।
“আমার সবকিছু পুড়ে গেছে। শুধু পরনের কাপড়টাই আছে। প্রায় ২০ লাখ টাকার ক্ষতি
হয়েছে আমার।”
ক্ষতিগ্রস্ত রহিমা খাতুন বলেন, তার সবকিছু পুড়ে গেছে। টাকা-পয়সাও পুড়েছে।
ওষুধ কেনার টাকাও নেই।
গ্রামের বাসিন্দা বীর খোন্দকার বলেন, ফায়ার সার্ভিসের গাড়ি আসার অগেই বাড়িগুলো
পুড়ে যায়। ধান, চাল, আসবাবপত্র, কাপড়-চোপড় সবকিছু পুড়ে গেছে। পরিবারগুলো এখন খোলা আকাশের
নিচে রয়েছে।
ফায়ার সার্ভিসের কর্মকর্তা সঞ্জয় কুমার বলেন, খবর পেয়ে শৈলকুপা ও মাগুরার
শ্রীপুর থেকে চারটি ইউনিট ঘটনাস্থলে যায়। তিন ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে এসেছে।