তৃতীয় দিন বাংলাদেশ ১ম ইনিংস: ৩৬৫ শ্রীলঙ্কা ১ম ইনিংস: ৪৯ ওভারে ১৫১/৩ |
দ্বিতীয় বলেই ইবাদতের সাফল্য
দিনের খেলা শুরু হতেই দলকে সাফল্য এনে দিলেন ইবাদত হোসেন। নাইটওয়াচম্যান কাসুন রাজিথাকে দিনের দ্বিতীয় বলেই ফিরিয়ে দিলেন এই পেসার।
অফ স্টাম্পের ওপর লেংথ বলের লাইন মিস করলেন রাজিথা। তার ব্যাট ফাঁকি দিয়ে বল ছোবল দিল তার অফ স্টাম্পে।
বল হাতে ৫ উইকেট শিকারি রাজিথা ব্যাট হাতে ১২ বল খেলে রানের খাতা খুলতে পারেননি।
উইকেটে দিমুথ করুনারত্নের সঙ্গী প্রথম টেস্টে সেঞ্চুরি করা অ্যাঞ্জেলো ম্যাথিউস।
শ্রীলঙ্কার রান ৩ উইকেটে ১৪৪।
লঙ্কানদের দ্রুত থামাতে চায় বাংলাদেশ
উইকেট মিলতে পারত আরও কয়েকটি। কিন্তু ভাগ্য যেন খুব একটা সঙ্গী ছিল না বাংলাদেশ দলের। দ্বিতীয় দিনের সেই আক্ষেপ ভুলে তৃতীয় দিন ভালো শুরুর আশা নিয়ে নামছে বাংলাদেশ। শ্রীলঙ্কাকে দ্রুত গুটিয়ে দিয়ে লিড নেওয়ায় চোখ রাখছে স্বাগতিকরা।
২ উইকেট হারিয়ে ১৪৩ রান নিয়ে দ্বিতীয় শেষ করেছে লঙ্কানরা। বাংলাদেশ থেকে এখনও তারা পিছিয়ে ২২২ রানে।
জীবন পাওয়া দিমুথ করুনারত্নে খেলছেন ১২৭ বলে ৭ চারে ৭০ রানে। তার সঙ্গী নাইটওয়াচম্যান হিসেবে শেষ বেলায় খেলতে নামা কাসুন রাজিথা ১১ বল খেলে এখনও রানের খাতা খুলতে পারেননি।
মঙ্গলবার দিনের খেলা শেষে ১৪১ রানের ইনিংস খেলা লিটন কুমার দাস বলেন, বুধবার সকালে দুয়েকটি উইকেট নিয়ে চালকের আসনে বসতে চান তারা।
“এখনও তারা পিছিয়ে আছে অনেকদূর। মিরপুরের উইকেটই এমন যে, সকালে একটি-দুটি উইকেট দ্রুত নিয়ে নিতে পারলে, অনেকখানি সম্ভাবনা থাকবে। অবশ্যই প্রথম ইনিংস অনেক গুরুত্বপূর্ণ এখানে। তারা যদি আমাদের কাছাকাছি আসে বা পেরিয়ে যায়, তাহলে আমরা ব্যাকফুটে চলে যাব। যতখানি লিড টানা যায়, এগিয়ে থাকা যায়, ততটা ভালো আমাদের জন্য।”
দ্বিতীয় দিন শেষে সংক্ষিপ্ত স্কোর:
বাংলাদেশ ১ম ইনিংস: ৩৬৫
শ্রীলঙ্কা ১ম ইনিংস: ৪৬ ওভারে ১৪৩/২ (ওশাদা ৫৭, করুনারত্নে ৭০*, মেন্ডিস ১১, রাজিথা ০*; খালেদ ৯-১-২৭-০, ইবাদত ৯-০-৩১-১, সাকিব ৯-৩-১৯-১, মোসাদ্দেক ২-০-১৪-০, তাইজুল ১৭-১-৪৯-০)