নিহতদের সবাই স্কুল শিক্ষার্থী; ফলে তাদের মোটর সাইকেল চালনার লাইসেন্স
না থাকার বিষয়টি স্পষ্ট।
মঙ্গলবার বিকাল সাড়ে ৫টার দিকে উপজেলার বেলকুড়ি নামক স্থানে এই দুর্ঘটনা
ঘটে বলে পুলিশ জানিয়েছে।
স্থানীয়রা জানান, জয়পুর ডাঙ্গাপাড়া উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণির তিন
শিক্ষার্থী ওই মোটর সাইকেলে ছিল। বেলকুড়ি এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের তাল
গাছের সঙ্গে ধাক্কা লাগায় মোটর সাইকেলটি। এতে একজন ঘটনাস্থলেই মারা যায়।
আহত অন্য দুজনকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
মহাদেবপুর থানার পরিদর্শক আবুল কালাম আজাদ বলেন, পুলিশ খবর পেয়ে লাশ
উদ্ধার করে। তবে পরিবারের অনুরোধে ময়নাতদন্ত ছাড়াই লাশ পরিবারের কাছে হস্তান্তর করা
হয়।