উপজেলার
শিমুলকান্দি কুরপাড় গ্রামে বুধবার দুপুরে
তারা হতাহত হন বলে পূর্বধলা থানার ওসি মোহাম্মদ সাইফুল ইসলাম জানান।
নিহত বশির
উদ্দিন (৪৫) ওই গ্রামের ফসর আলীর ছেলে।
আহতরা হলেন বশিরের স্ত্রী নামিমা বেগম (৪০), দুই ভাই
রব্বানী (৩২) ও সালাম ওরফে টুকটুক (৩৫)।
তাদের ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
আহতদের অভিযোগ, জমির বিরোধের জেরে দুপুরে তাদের ওপর
হামলা হয়। এতে তারা চারজন আহত হন। স্থানীয়রা তাদের প্রথমে নেত্রকোণা সদর হাসপাতালে
নিয়ে যায়। অবস্থার অবনতি হলে চিকিৎসক তাদের ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নিতে বলেন
চিকিৎসক। সেখানে নেওয়ার পথে বশির মারা যান।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। লাশ ময়নাতদন্তের
জন্য মর্গে পাঠানো হয়েছে।
ওসি সাইফুল ইসলাম বলেন, এ ব্যাপারে মামলা দায়েরের প্রস্তুতি
চলছে। ঘটনার সঙ্গে জড়িতদের গ্রেপ্তারের চেষ্টা করছে পুলিশ।