ক্যাটাগরি

বাগেরহাটে ভ্যান-ট্রলির সংঘর্ষে নিহত ২

বুধবার সকাল ৯টায়
বাগেরহাট-পিরোজপুর মহাসড়কে উপজেলার বৈটপুর চিংড়ি গবেষণা ইনস্টিটিউটের সামনে এ দুর্ঘটনা
ঘটে বলে সদর মডেল থানার এসআই আব্দুস সালাম জানান।

নিহতদের মধ্যে রেশমী
বেগমের (৫০) পরিচয় জানা গেছে। তিনি উপজেলার সুন্দরঘোনা গ্রামের বাবুল ফকিরের স্ত্রী।
অপর পুরুষের বয়স হবে ৪০।

এসআই আব্দুস সালাম
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, ব্যাটারিচালিত ভ্যানটি কচুয়া থেকে বাগেরহাটের দিকে
যাচ্ছিল। আর বিপরীত দিক থেকে আসছিল ইঞ্জিনচালিত ট্রলিটি। মুখোমুখি সংঘর্ষের পর ভ্যান
থেকে তিনজন ছিটকে রাস্তায় পড়ে যান। এতে ঘটনাস্থলেই রেশমী মারা যান।   

ভ্যানচালক ও আরেক
যাত্রীকে উদ্ধার করে বাগেরহাট সদর হাসপাতালে পাঠানো হয়। সেখানে চিকিৎসক আরও একজনকে
মৃত ঘোষণা করেন।

বাগেরহাট সদর হাসপাতালের
তত্ত্বাবধায়ক অসীম কুমার সমাদ্দার বলেন, আহত অবস্থায় দুইজনকে হাসপাতালে নিয়ে আসা হয়।
এদের মধ্যে আনুমানিক ৪০ বছর বয়সী একজনকে মৃত অবস্থায় পেয়েছি। অন্যজনের অবস্থা আশঙ্কাজনক
হওয়ায় তাকে উন্নত চিকিৎসার জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

দুর্ঘটনায় নিহত
একজন পুরুষ ও একজন নারীর মরদেহ হাসপাতাল মর্গে রয়েছে।