ক্যাটাগরি

স্কুলের পথ থেকে তুলে নিয়ে ছাত্রীকে ধর্ষণের দায়ে যুবকের যাবজ্জীবন

বুধবার দুপুরে মানিকগঞ্জ নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক বেগম তানিয়া কামাল আসামির উপস্থিতিতে এ রায় ঘোষণা করেন বলে রাষ্ট্রপক্ষের আইনজীবী (পিপি) এ কে এম নুরুল হুদা রুবেল জানান।

দণ্ডপ্রাপ্ত সাইফুল ইসলাম ওই উপজেলারই একটি গ্রামের বাসিন্দা।

মামলার বরাত দিয়ে আইনজীবী বলেন, ২০১৪ সালের ২ আগস্ট সাইফুল তার সহযোগীদের নিয়ে স্কুলে যাওয়ার পথে ছাত্রীকে তুলে নিয়ে ধর্ষণ ও ধর্ষণের ভিডিও ধারণ করে। ওই দিন সন্ধ্যায় স্কুলছাত্রীর বাবা বাদী হয়ে মামলা করেন।

ঘিওর থানার এসআই আবু তালেব ২০১৫ সালের ১৫ মার্চ সাতজনের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দেন। আদালত ধর্ষণ মামলায় সাইফুলকে যাবজ্জীবনের পাশাপাশি ৫০ হাজার টাকা অর্থদণ্ড অনাদায়ে আরও দুই বছরের কারাদণ্ড দিয়েছেন।

এ ছাড়া পর্নগ্রাফি আইনে দুই বছরের কারাদণ্ড ও ৫০ হাজার টাকা অর্থদণ্ড অনাদায়ে আরও দুই বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে। অভিযোগ প্রমাণিত না হওয়ায় নবীন মিয়া, মিলন মিয়া, মো. সাদ্দাম হোসেন, রবিন মিয়া, পলাশ হোসেন ও জসিম মিয়াকে বেকসুর খালাস দেওয়া হয়েছে।

রায়ে অসন্তোষ প্রকাশ করে আসামিপক্ষের আইনজীবী নুরুল আমিন বলেন, রায়ের বিরুদ্ধে উচ্চ আদালতে আপিল করা হবে।