ক্যাটাগরি

আয়ারল্যান্ড সফরে ভারতের কোচ লক্ষণ

দুটি
টি-টোয়েন্টির এই সফরে লক্ষণের কোচ হয়ে যাওয়ার কথা শোনা যাচ্ছিল কদিন ধরেই। বুধবার
ক্রিকেট ওয়েবসাইট ক্রিকবাজকে বিষয়টি নিশ্চিত করেন ভারতীয় ক্রিকেট
বোর্ড-বিসিসিআইয়ের সেক্রেটারি জয় শাহ, “ভারত দলের সঙ্গে তিনি ডাবলিনে যাবেন।”

ডাবলিনে
ম্যাচ দুটি হবে ২৬ ও ২৮ জুন। ইংল্যান্ডের বিপক্ষে গত বছর স্থগিত হওয়া টেস্টটি নতুন
সূচিতে আগামী ১ জুলাই এজবাস্টনে খেলবে ভারত। সেখানে দলের সঙ্গে থাকবেন মূল কোচ
রাহুল দ্রাবিড়।   

গত
বছরও একই রকম পরিস্থিতিতে পড়েছিল ভারত। ইংল্যান্ড সফরে টেস্ট দলের সঙ্গে ছিলেন কোচ
রবি শাস্ত্রী। শ্রীলঙ্কায় সীমিত ওভারের সিরিজে কোচের দায়িত্ব পালন করেন ভারতের
জাতীয় ক্রিকেট একাডেমির তখনকার প্রধান দ্রাবিড়। তিনি ভারতের কোচ হওয়ার পর একাডেমির
দায়িত্ব পান লক্ষণ।

দেশের
মাটিতে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ভারতের পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ শেষ হবে
আগামী ১৯ জুন। এর পরপরই আয়ারল্যান্ড উড়াল দেবে তাদের টি-টোয়েন্টি দল।