নিহত নূরজাহান পারভিন মিনু (৪২) ইসলামী
বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার ও ইলেক্ট্রনিক বিভাগের সহযোগী অধ্যাপক নজরুল ইসলামের স্ত্রী।
কুষ্টিয়া থানার পরিদর্শক সাব্বিরুল
আলম জানান, জেলা শহরের পুলিশ লাইন্স সংলগ্ন গীর্জানাথ মজুমদার লেনের বাসা থেকে মঙ্গলবার
সকালে তারা তার লাশ উদ্ধার করেন।
তবে পুলিশ মৃত্যুর কারণ বলতে পারেনি।
এ ঘটনায় পুলিশ একটি অপমৃত্যু মামলা করেছে। ময়নাতদন্ত শেষে পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে
বলে জানান পরিদর্শক।
মিনুর বড় ভাই জাহাঙ্গীর হোসেন মিলন
অভিযোগ করেন, “নজরুল মাদকাসক্ত। আমার বোনকে প্রায়ই মারধর করতেন নজরুল। দুটি বাচ্চার
কথা চিন্তা করে মিনু নির্যাতন সহ্য করেই সংসার করছিলেন। ওকে মেরে গলায় ওড়না পেঁচিয়ে
ঝুলিয়ে রাখুক বা মিনু আত্মহত্যা করুক—এর জন্য নজরুলই দায়ী।”
তিনি ঘটনার সুষ্ঠু তদন্ত দাবি করেন।
পারিবারিকভাবে আলোচনা করে তারা পরবর্তী আইনি পদক্ষেপ নেবেন বলে তিনি জানান।
পরিদর্শক সাব্বিরুল বলেন, অস্বাভাবিক
মৃত্যুর খবর পেয়ে তারা ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কুষ্টিয়া সদর
হাসপাতাল মর্গে পাঠান। ময়নাতদন্তের প্রতিবেদন পেলে পরবর্তী পদক্ষেপ নেবে পুলিশ।