বেনাপোল শুল্ক ভবনের যুগ্ম কমিশনার
আব্দুর রশিদ সাংবাদিকদের বলেন, বুধবার সকালে চেকপোস্ট ইমিগ্রেশন থেকে তাদের আটক
করা হয়।
আটকরা হলেন- শরীয়তপুরের পালং থানার
সোলপাড়া গ্রামের নুরুজ্জামান খানের ছেলে ফাহাদ উজ জামান খান (২১) এবং একই গ্রামের
কাশেম খানের ছেলে নান্টু খান (২৩)।
বেনাপোল চেকপোস্টের এনএসআইয়ের সহকারী
পরিচালক ফরহাদ বলেন, গোপন তথ্যের ভিত্তিতে ওই দুই পাসপোর্ট যাত্রীকে আটক করা হয়। পরে
বেনাপোলের রজনী ক্লিনিকে নিয়ে তাদের এক্সরে করা হয়। তখন পেটে স্বর্ণের বার
সাদৃশ্য বস্তু দেখা যায়।
“তাদের ওষুধ খাইয়ে পেট থেকে কালো টেপে
মোড়ানো তিনটি স্বর্ণের বার বের করা হয়। এসবের ওজন প্রায় ৩৫০ গ্রাম।“
দুজনের বিরুদ্ধে আইনি ব্যবস্থা
প্রক্রিয়াধীন রয়েছে বলে জানান ফরহাদ।