ক্যাটাগরি

‘ভিউ’ বাড়াতে আমার মৃত্যুর গুজব ছড়াচ্ছে: হানিফ সংকেত

বুধবার দুপুরে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে হানিফ সংকেত বলেন, তিনি পুরোপুরি সুস্থ আছেন। একটি মহল সামাজিক যোগাযোগ মাধ্যমে ‘ভিউ বাড়ানোর অসৎ উদ্দেশ্য নিয়ে’ এসব ছড়িয়েছে ।

মঙ্গলবার রাত থেকে ফেইসবুকে হানিফ সংকেতের ‘মৃত্যুর খবর’ দেওয়া হচ্ছে বিভিন্ন পোস্টে। তাতে বলা হচ্ছে, এ উপস্থাপক সড়ক দুর্ঘটনায় মারা গেছেন, যদিও কোথায় কখন সেটা ঘটেছে, সে বিষয়ে কিছু বলা নেই। কেউ কেউ আবার হানিফ সংকেতের ভাইয়ের মৃত্যুর গুজবও ছড়িয়েছেন।

যে ভাইয়ের মৃত্যুর গুজব ছড়ানো হয়েছে তিনি দেড় যুগ আগেই মারা গেছেন বলে জানান হানিফ সংকেত। গুজব রটনাকারীদের ফেইসবুকেই প্রতিহত করার আহ্বান জানিয়েছেন তিনি।

“এরা মাথা চাড়া দিয়ে উঠলে সমাজের ক্ষতি হবে। আমাকে নিয়ে গুজব ছড়ানোর পর আমার পরিবার ও আত্মীয়-স্বজনের অবস্থাটা বোঝেন একবার।

“ভিউ বাড়ানোর জন্য, ব্যবসার জন্য ফেইসবুক ও টিকটকে এসব গুজব ছড়ানো হয়েছে। মহলগুলোকে চিহ্নিত করতে হবে; ফেইসবুকেই এদের প্রতিহত করতে হবে।”

বিষয়টি সবাইকে অবহিত করতে নিজের অফিসিয়াল ফেইসবুক পেইজে কিছুক্ষণের মধ্যে একটি পোস্ট দেবেন বলে জানান এ উপস্থাপক।

জনপ্রিয় ম্যাগাজিন অনুষ্ঠান ‘ইত্যাদি’র উপস্থাপক হিসেবেই বেশি পরিচিত হানিফ সংকেত; পাশাপাশি টিভি নাটকও নির্মাণ করেন তিনি।