ক্যাটাগরি

মৌলভীবাজারে পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু

মঙ্গলবার সন্ধ্যায় উপজেলার রহিমপুর ইউনিয়নের মিরতিংগা চা বাগানের কালা ছড়া থেকে তাদের মরদেহ উদ্ধার করে স্থানীয়রা।

স্থানীয় পাথরটিলা এলাকার শিব চরণ উড়াংয়ের মেয়ে নিরালা উড়াং (১১) ও বাবুল উড়াংয়ের মেয়ে রিসিতা উড়াং (১০) মিরতিংগা চা বাগান সরকারি প্রাথমিক বিদ্যালয়ের তৃতীয় শ্রেণিতে পড়ত।

রহিমপুর ইউনিয়ন পরিষদের (ইউপি) সদস্য ধনা বাউরী জানান, মঙ্গলবার বিকালে দুই শিশু গোসল করতে ধলই নদী সংলগ্ন কালা ছড়ায় যায়। সেখানে পানিতে নামার পর স্রোত তাদের টেনে নিয়ে যায়।

খোজাখুঁজির পর স্থানীয়রা সন্ধ্যার দিকে ছড়া এলাকা থেকে তাদের উদ্ধার করে। মিরতিংগা চা বাগান হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।

হাসপাতালের মেডিকেল অফিসার ডা. সাধন বিকাশ চাকমা বলেন, “এখানে আনার অনেক আগেই শিশু দুটি মারা গেছে।”